ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড – ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। www.desco.gov.bd ওয়েবসাইটে আজ ০৬ জুন ২০২৫ তারিখে নতুন এই জব সার্কুলার প্রথম প্রকাশিত হয়েছে। মোট ১২২ টি শূন্যপদে জনবল রিক্রুট করা হবে। আপনিও যদি DESCO-তে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনলাইনে আবেদন করতে পারেন। চলুন অনলাইন আবেদন প্রক্রিয়া সহ এই চাকরির খবর সংক্রান্ত আরো তথ্য বিস্তারিত ভাবে জেনে আসি ডেসকো চাকরির বিজ্ঞপ্তি ২০২৫-এর আলোকে। English Edition.
ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, সাধারণত ডেসকো নামে পরিচিত, একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি ঢাকা শহরের উত্তরাঞ্চল এবং গাজীপুর জেলার টঙ্গী শহরে বিদ্যুৎ বিতরণ করে।
এই কোম্পানিটি ১৯৯৬ সালে “কোম্পানি আইন ১৯৯৪” এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে তৈরি করা হয়েছিল। এটি এখন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার ডিভিশনের অধীনে রয়েছে।
ডেসকো তে জনবল নিয়োগ দেওয়ার লক্ষ্যে একটি জব সার্কুলার আজ ০৬ জুন ২০২৫ প্রকাশিত হয়েছে। এই পোস্টে এই চাকরির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
| এক নজরে ডেসকো জব সার্কুলার 2023 |
|---|
| সংস্থা: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)বিজ্ঞপ্তি প্রকাশ: ০৬ জুন ২০২৩ক্যাটাগরি: ০২টিশূন্যপদের সংখ্যা: ১২২ টিবেতন স্কেল: নিচে দেখুনচাকরির ধরণ: ফুল টাইমকর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানআবেদন ফি: ১,০০০/- ও ১,৫০০ টাকাআবেদন মাধ্যম: অনলাইনঅনলাইনে আবেদন শুরু: ০৭ জুন ২০২৩আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩ |
আরও পড়ুন: সকল সরকারি চাকরির খবর
আমাদের নতুন জব সাইট: এখনই ঘুরে আসুন ক্লিক করুন
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য
শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য DESCO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে নিম্নে বর্ণনা করা হলো-
০১. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
শূন্যপদের সংখ্যা: ০২ টি
বেতন: ২৭,০০০/- টাকা
গ্রেড: নেই
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি পাস ।
বয়স: সর্বোচ্চ ৪৭ বছর।
০২. পদের নাম: নিরাপত্তারক্ষী (পুরুষ/মহিলা)
শূন্যপদের সংখ্যা: ১২০
বেতন: ১৮,০০০/- টাকা
গ্রেড: নেই
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেনি পাস।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
আরও পড়ুন: ১২৭ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা
আবেদন সংক্রান্ত সকল তথ্য
আবেদনপত্র সাবমিশনের শেষ সময় ২৬ জুন ২০২৩ তারিখ। নির্ধারিত সময়সীমার মধ্যে www.desco.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে করবেন? চলুন ডেসকো চাকরির বিজ্ঞপ্তি 2023 অনুসারে জেনে নেই।
অনলাইন আবেদন পদ্ধতি
১. www.desco.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।
২. নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত) এ ক্লিক করুন।
৩. Click Here to Apply Online এ ক্লিক করুন।
৪. আপনার পছন্দের পদটি সিলেক্ট করে APPLY FOR THE SELECTED POST এ ক্লিক করুন।
৫. ডেসকো’র অনলাইন আবেদন ফরম পেয়ে যাবেন।
ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এক নজরে দেখে নেইঃ
আবেদন ফরম পূরণের সাধারণ নির্দেশাবলী
অন-লাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণের সাধারণ নির্দেশাবলী নিম্নে ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী দেওয়া হলো।
- Application Form পূরণ করার সময় প্রার্থীকে Mandatory (লাল তারকা চিহ্নিত *) Field গুলো অবশ্যই পূরণ করতে হবে।
- Application Form এ আবেদনকারীর ছবি, স্বাক্ষর, সর্বশেষ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদের Scanned কপি ও প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের Scanned কপি Upload করতে হবে।
- যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এর নিচে শুধুমাত্র তারাই Educational Qualification এর Below SSC ঘরগুলি পূরণ করবেন।
- অন-লাইনে আবেদনপত্র পূরণের পর প্রদত্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন এবং আবেদনটি Submit করার জন্য Submit বাটনে click করুন। Submit বাটনে click করার পূর্বে প্রদত্ত তথ্যাদি পুনরায় যাচাই করে নিন। আবেদন একবার Submit করার পর কোন তথ্যাদি সংশোধন করা যাবে না।
- অন-লাইনে আবেদন Submit করার পরে একটি Application Serial No. পাওয়া যাবে। পরবর্তীতে আবেদনপত্র দেখার জন্য উক্ত Application Serial No. যথাযথভাবে সংরক্ষণ করুন। পরবর্তীতে আবেদন ফর্ম এর বাম পাশে View My Application এ ক্লিক করে Application Serial No লিখে Submit করলে আবেদনপত্র দেখা যাবে এবং Payment হয়েছে কিনা সেই তথ্য যাচাই করা যাবে
- Address অর্থাৎ ঠিকানা লেখার সময় কমা (,) ব্যবহার করুন। Enter দেওয়ার প্রয়োজন নেই।
- অনুগ্রহপূর্বক সময় নিয়ে ধীরে ধীরে আবেদন করুন। অনেক সময় ইন্টারনেট স্পীডের ধীরগতির কারণে বিভিন্ন Option আসতে সময় সময় লাগতে পাড়ে।
- যদি Captcha বা Security Code টি দেখতে বা বুঝতে সমস্যা হয়, Different image এ Click করলেই নতুন Captcha বা Security Code আসবে।
আবেদন ফি জমাদান পদ্ধতি
চূড়ান্তভাবে অনলাইনে আবেদনপত্র Submit করার পরে Dutch Bangla Bank এর Mobile Banking Account (Rocket) এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি প্রদান পদ্ধতি নিম্নরূপ:
- *322# ডায়াল করুন।
- “1” (Bill Pay) Choose করুন।
- “1” Choose করুন যদি নিজের রকেট একাউন্ট থেকে পেমেন্ট করতে চান। অন্যথায় “2” Choose করুন।
- 0 (Other) Choose করুন।
- Biller ID নম্বর 2565 এন্টার করুন।
- Bill নম্বর (১৪ ডিজিটের আপ্লিকেশন সিরিয়াল নম্বর) এন্টার করুন।
- Bill Amount হিসাবে 500/- এন্টার করুন ।
- এখন আপনার রকেট একাউন্টের ০৪ ডিজিটের পিন নম্বর এন্টার করুন।
- আবেদন ফি পরিশোধ করা হয়েছে গেছে! আপনাকে 16216 নম্বর থেকে একটি SMS এর মাধ্যমে কনফার্মেশন দেওয়া হবে।
ডেসকো নিয়োগ বিজ্ঞপ্তি 2023
PDF ডাউনলোড লিঙ্কসহ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিচে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ০৬ টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
নিয়োগ পরীক্ষা/ইন্টারভিউ
আবেদনকারীদের মধ্য হতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য যথা সময়ে ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য আপনি ডেসকো’র অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট কতে পারেন। এছাড়াও অফিস চলাকালীন সময়ে ডেসকো’র প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। ঠিকানা নিচে দেওয়া হলো-
২২/বি, কবি ফররুখ সরণি, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯