- প্রতিষ্ঠানের নাম: হাসান বুক ডিপো ও জননী পাবলিকেশন্স
- পদের নাম: কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক/সম্মান (কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার)
- অভিজ্ঞতা: ২-৩ বছর
- কাজের ধরণ: ফুল টাইম
- আবেদনের শেষ সময়: নির্ধারিত নয়
- আবেদন ফি: ৩৫০ টাকা
আবেদনের নিয়মাবলী
এই পদে আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই এইচএসসি (উচ্চ মাধ্যমিক) বা স্নাতক/সম্মান পাশ হতে হবে। কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকাশনা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- আবেদন ফি: আবেদন প্রক্রিয়ার জন্য ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে।
- আবেদন পদ্ধতি: নিচে দেওয়া “আবেদন করুন” বাটনে ক্লিক করে আপনার সকল তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
- অভিজ্ঞতা: সহায়িকা বই প্রকাশনায় ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজাইন/প্রিন্টিং/পাবলিশিং, লজিস্টিক/কুরিয়ার বা গ্রুপ অফ কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
- কম্পিউটার দক্ষতা: নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
- অন্যান্য দক্ষতা:
- চিত্রাংকনসহ গণিত ও বিজ্ঞান বিষয়ক লেখা কম্পোজ করার দক্ষতা থাকতে হবে।
- লেখকের লেখা কম্পিউটারে যথাযথভাবে এন্ট্রি দেওয়ার দক্ষতা থাকতে হবে।
- লেখক/সম্পাদক/প্রুফরিডারের সাথে সমন্বয় করে কাজ করার দক্ষতা থাকতে হবে।
- বইয়ের সেটিং ও মেকআপ দেওয়ার দক্ষতা থাকতে হবে।
- প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য
- লেখকের লেখা কম্পিউটারে নির্ভুলভাবে এন্ট্রি দেওয়া।
- চিত্রাংকনসহ গণিত ও বিজ্ঞান বিষয়ক বই কম্পোজ করা।
- লেখক, সম্পাদক ও প্রুফরিডারের সাথে সমন্বয় করে কাজ করা।
- বইয়ের সেটিং ও মেকআপের কাজ সম্পন্ন করা।
- প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের অন্যান্য কাজ করা।
কোম্পানির বিবরণ
হাসান বুক ডিপো ও তার অঙ্গ প্রতিষ্ঠান জননী পাবলিকেশন্স দেশের অন্যতম সেরা ও সুপ্রতিষ্ঠিত একটি পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। আমরা মানসম্মত সহায়িকা বই প্রকাশ করে থাকি।
আবেদন করুন
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন: